ঢাকা, রবিবার   ১৯ মে ২০২৪

নির্বাচনকে সামনে রেখে বিএনপি-জামায়াত চক্রান্ত শুরু করেছে: নাসিম 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:১৯, ৮ আগস্ট ২০১৮ | আপডেট: ০০:০৮, ৯ আগস্ট ২০১৮

আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি-জামায়াত জোট নানা চক্রান্ত শুরু করেছে। তাই দলীয় নেতাকর্মীদের আগামী কয়েক মাস সব সময়ে সজাগ থাকতে হবে।  

তিনি বলেন,‘আগামী কয়েক মাস পর জাতীয় সংসদ নির্বাচন। তাই ষড়যন্ত্র শুরু হয়েছে। আগস্ট মাস আসলেই বিএনপি-জামায়াত নানা ষড়যন্ত্র শুরু করে।’   

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৮৮তম জন্মবার্ষিকী উপলক্ষে আজ বুধবার জাতীয় যাদুঘর মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী এ কথা বলেন। বঙ্গমাতা পরিষদ এই আলোচনা সভা ও বঙ্গমাতা সম্মাননা পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করে।

সংগঠনের সভাপতিমন্ডলীর সদস্য মোজাফ্ফর হোসেন পল্টুর সভাপতিত্বে সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, বাংলাদেশ অর্থনীতি সমিতির সভাপতি অধ্যাপক ড. আবুল বারাকাত, সোনালী ব্যাংক লিমিটেডের পরিচালক ড. নূরুল আলম তালুকদার, বঙ্গমাতা পরিষদের সাধারণ সম্পাদক এম আনিছুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।

মোহাম্মদ নাসিম বলেন, কোমলমতি শিক্ষার্থীদের আন্দোলনের মাধ্যমে রাজনৈতিক অশুভ শক্তির উত্থান ঘটাতে চেয়েছিল একটি রাজনৈতিক দল। সেই দলের একজন নেতা কিভাবে টেলিফোনে তার কর্মীদের মাঠে নামার নির্দেশ দিয়েছেন, তা আপনার সবাই শুনেছেন। এতেই প্রমান হয়েছে এই আন্দোলনে বিএনপি ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়।

তিনি বলেন, নিরাপদ সড়কের জন্যে যে আইনটি পাস করেছি। তা জনগণের জন্যেই করা হয়েছে। এই সড়ক আইনটি বাস্তবায়ন হলে দেখবেন কত পরিবর্তন হয়েছে।

মোহাম্মদ নাসিম বলেন, আমাদের এগিয়ে নেয়ার ব্যাপারে সাহায্য করেন। সড়ক পরিবহন আইন বাস্তবায়নের মাধ্যমে এই সেক্টরে শৃঙ্খলা ফিরিয়ে আনা হবে, তবে সরকারকে সময় দিতে হবে।

এসি 

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি